Sunday, May 25, 2025
Google search engine
Homeআন্তর্জাতিকসুটকেস থেকে কংগ্রেসের নারী কর্মীর মরদেহ উদ্ধার 

সুটকেস থেকে কংগ্রেসের নারী কর্মীর মরদেহ উদ্ধার 

 

ভারতের হরিয়ানার রোহতাগ থেকে সুটকেস ভর্তি এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই নারীর নাম পরিচয় জানা যায়নি। তবে কংগ্রেসের দাবি, ওই নারী তাদের দলের কর্মী ছিলেন। শুক্রবার (২৮ ডিসেম্বর) সাম্পলা বাস স্টেশন থেকে একটি নীল রংয়ের বড় সুটকেস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সাম্পলা পুলিশ স্টেশনের সদস্যরা খবর পাওয়ার পরই ঘটনাস্থলে ছুটে গিয়ে সুটকেসটি উদ্ধার করে। খবর এনডিটিভি

 

ঘটনা তদন্তের জন্য এসএফএলের একটি দল ঘটনা স্থলে গেছে। ধারণা করা হচ্ছে ওই নারীর বয়স ২০ থেকে ২২ বছর হতে পারে। তার মুখমণ্ডল স্কার্ফ দিয়ে ঢাকা ছিল এবং হাতে মেহেদি ছিল।

 

সাম্পলা পুলিশ স্টেশনের কর্মকর্তা বিজেন্দ্র সিং হলেন, ধারণা করা হচ্ছে ওই নারীকে খুন করে তার মরদেহ সুটকেসে ভরে ফেলে দেয়া হয়েছে। প্রকৃত কারণ জানতে ঘটনা তদন্ত করা হচ্ছে।

 

মহাসড়ক থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করার পর কংগ্রেসের বিধায়ক ভারত ভূষণ বাত্রা অভিযোগ করেন, সে তাদের দলের কর্মী ছিলেন এবং তার নাম হিমানি নারওয়াল। তিনি ভারতের বিরোধী নেতা রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রায় অংশ নিয়েছিলেন। তিনি আরও বলেন,  নির্বাচনী প্রচারের সময় ভূপিন্দর হুদা এবং দীপিন্দর হুদার সঙ্গে নারওয়াল বেশ সক্রিয় ছিল

হরিয়ানা কংগ্রেসের প্রেসিডেন্ট ভুপেন্দ্র সিং হুদা এ ঘটনায় কঠোরভাবে নিন্দা প্রকাশ করেছেন। এ ঘটনাকে তিনি রাজ্যের আইনশৃঙ্খলা বাহিনীর জন্য একটি কলঙ্ক বলে মন্তব্য করেন। একই সঙ্গে তিনি এ ঘটনায় নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments