Sunday, May 25, 2025
Google search engine
Homeঅন্যান্যসালাহউদ্দিন লাভলুকে হারিয়ে সভাপতি শহীদুজ্জামান সেলিম

সালাহউদ্দিন লাভলুকে হারিয়ে সভাপতি শহীদুজ্জামান সেলিম

ছোট পর্দার পরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের নির্বাচনে সভাপতি পদে সালাহউদ্দিন লাভলুকে হারিয়ে বিজয়ী হয়েছেন শহীদুজ্জামান সেলিম। বিজয়ী প্রার্থী শহীদুজ্জামান সেলিম পেয়েছেন ২৭১ ভোট। আগামী দুই বছরের জন্য পরিচালকদের এই গুরুত্বপূর্ণ সংগঠনের দায়িত্ব পালন করতে যাচ্ছেন এই অভিনেতা ও পরিচালক।

ফলাফল ঘোষণার পরে শহীদুজ্জামান সেলিম রাত নয়টায় দিকে প্রথম আলোকে বলেন, ‘আমি অত্যন্ত খুশি হয়েছি। ভোটাররা সর্বক্ষেত্রে যোগ্য প্রার্থীকেই নির্বাচন করিয়েছেন। ডিরেক্টরস গিল্ডের ইতিহাসে যত নির্বাচন হয়েছে, তার মধ্যে সবচেয়ে সৌহার্দ্যপূর্ণ একটি নির্বাচন হলো এবার। ২১ জন জয় পেয়েছে। কিন্তু বাকি যাঁরা প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তাঁদের সঙ্গে নিয়েই আমরা ডিরেক্টরস গিল্ডের পরবর্তী কার্যক্রম চালিয়ে যাব।’

সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন ফরিদুল হাসান। ছবি: ফেসবুক
সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন ফরিদুল হাসান। ছবি: ফেসবুক

আজ শনিবার রাত সাড়ে আটটার পরে ভোটের ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। ২০২৫-২৭ মেয়াদের এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন অভিনেতা নরেশ ভূঁইয়া। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন চলচ্চিত্র নির্মাতা আবদুস সামাদ ও চিত্রনাট্যকার মাসুম রেজা।

নির্বাচন কমিশনার সূত্রে আরও জানা যায়, সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন ফরিদুল হাসান। তিনি ভোট পেয়েছে ২২২টি। সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রাশেদা আক্তার লাজুক, ফিরোজ খান ও সকাল আহমেদ। লাজুক পেয়েছেন ২৮৯ ভোট। ফিরোজ ও সকাল আহমেদ পেয়েছেন ২৭৪ ও ২১৩ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে জয়ী হয়েছেন দুজন তুহিন হোসেন ও দীন মোহাম্মদ। তার যথাক্রমে ভোট পেয়েছেন ২৫৬ ও ২৪০।

উৎসবমূখর পরিবেশে নির্বাচন হয়। ছবি: ফেসবুক
উৎসবমূখর পরিবেশে নির্বাচন হয়। ছবি: ফেসবুক

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে ২২৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন মনিরুজ্জামান লিপন। অর্থ সম্পাদক হিসেবে জয়ী আবু রায়হান পেয়েছেন ২৫৩ ভোট। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে জয়ী হয়েছেন নাজমুল। তিনি পেয়েছেন ২৫৩ ভোট। প্রশিক্ষণ ও আর্কাইভ–বিষয়ক সম্পাদক পদে জয়ী গাজী আপেল মাহমুদ পেয়েছেন ২৬৮ ভোট। তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক পদে ২২৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন সঞ্জয় বড়ুয়া। আইন ও কল্যাণবিষয়ক পদে জয়ী হয়েছেন প্রীতি দত্ত। তিনি পেয়েছেন ২২১ ভোট। দপ্তর সম্পাদক পদে জয়ী ২৯৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন সাঈদ রহমান।
ডিরেক্টরস গিল্ডের নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে সাতজনের মধ্যে সর্বাধিক ভোট পেয়েছেন সাগর জাহান। তিনি পেয়েছেন ২৮৪ ভোট।

নির্বাচন কমিশনার নাট্যকার মাসুম রেজা
নির্বাচন কমিশনার নাট্যকার মাসুম রেজাছবি: ফেসবুক

সাগর জাহানের পরেই চয়নিকা চৌধুরী ২৬৯ পেয়ে দুই নম্বরে রয়েছেন। জয়ী বাকি পাঁচজনের মধ্যে রয়েছেন মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ (২৬৪ ভোট), গীতালি হাসান (২৩৯ ভোট), লিটু করিম (২২৮ ভোট), শিহাব শাহীন (২২৮ ভোট) ও হাসান রেজাউল (২২৩ ভোট)।
নির্বাচন কমিশনার মাসুম রেজা প্রথম আলোকে বলেন, ‘এবারে নির্বাচন খুবই জাঁকজমকভাবে হয়েছে। এত ভোটার আগে কখনোই ভোট দেননি। ৮৯ ভাগ ভোটার উপস্থিতিই বলে দেয় আনন্দে ভোট দান হয়েছে। পরে আমরা নির্বাচনের ফলাফল ঘোষণা করেছি। সেখানেও সবাই আমাদের সহায়তা করেন। এই ফলাফল সবাই মেনে নিয়েছেন। নির্বাচন নিয়ে কারও কোনো কথা নেই। আমরাও সুষ্ঠুভাবে সব সম্পন্ন করতে পেরেছি। এ জন্য সবার কাছে কৃতজ্ঞতা।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments