জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমির আসন্ন ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’। গত ভালোবাসা দিবস উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে এটি মুক্তি পাওয়ার কথা ছিল। তবে নানা কারণে এর মুক্তি পিছিয়ে গেছে। আসছে ঈদে এটি উন্মুক্ত হবে বলে জানিয়েছেন নির্মাতা কাজল আরেফিন অমি।
এছাড়া প্রযোজনা প্রতিষ্ঠান বঙ্গ’র পক্ষ থেকেও বিষয়টি জানানো হয়। সিনেমায় অভিনয় করছেন জিয়াউল হক অপূর্ব ও তাসনিয়া ফারিণ। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সাঈদুর রহমান পাভেল। নির্মাতা অমি জানান, পোস্ট প্রডাকশনে কালারের কাজ শেষ হয়নি বলে মুক্তি দেয়া সম্ভব হয়নি।
এর মধ্যে ভিসা জটিলতাও ছিল। হাউ সুইট ওয়েব ফিল্মটি রোম্যান্টিক ও কমেডি গল্পে নির্মিত। বরিশাল, ঢাকার বিভিন্ন লোকেশন শুটিং হয়েছে ‘সিনেমাটির। এদিকে বর্তমানে নাটক নির্মাণ কমিয়ে ওটিটি’র কাজে বেশি দেখা যাচ্ছে অমিকে। পরপর হোটেল রিলাক্স, অসময় কনটেন্টগুলো বানিয়ে সাড়া ফেলেছেন। শিগগিরই প্রস্তুতি নিচ্ছেন সিনেমা নির্মাণেরও