Sunday, May 25, 2025
Google search engine
Homeজাতীয়শেখ মুজিবকে স্বাধীনতার ঘোষক বলে তোপের মুখে, এসিল্যান্ড বললেন ‘ফেসবুক হ্যাকড’

শেখ মুজিবকে স্বাধীনতার ঘোষক বলে তোপের মুখে, এসিল্যান্ড বললেন ‘ফেসবুক হ্যাকড’

শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক দাবি করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মুনিরা কায়ছানের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট দেওয়া হয়েছিল। এ নিয়ে তোপের মুখে পড়েন। পরে দাবি করেন, তাঁর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে।

আজ বুধবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবসে সকালে এই পোস্ট দেওয়া হয়। ফেসবুকে এই পোস্ট দেওয়ার পর জেলার সরাইল জুড়ে তোলপাড় শুরু হয়েছে।

এ ঘটনার পর সরাইল অন্নদা উচ্চ বিদ্যালয়ের মাঠে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে গেলে সেখানে বিএনপির নেতা–কর্মীদের তোপের মুখে পড়েন তিনি। দ্রুতই মাঠ থেকে ফিরে যান। এর প্রায় পৌনে এক ঘণ্টা পর সেই পোস্ট মুছে ফেলা হয়। পরে আরেকটি পোস্ট করে বলা হয়, প্রথম পোস্টটি ফেসবুক হ্যাক করে দেওয়া হয়েছিল।

তবে এ ঘটনাকে ‘নাটক’ দাবি করে সরাইল উপজেলা বিএনপির নেতা–কর্মীরা এসিল্যান্ডের অপসারণ দাবি করেছেন।

এসিল্যান্ডের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টটিতে লেখা ছিল—

‘পৃথিবীর বুকে বাংলার নাম আজ উজ্জ্বল, লড়াইয়ের ইতিহাসে লেখা হলো অনন্য মহিমা, সেখানে বীরত্বের গান বাজে নিঃশব্দে, শাসকগোষ্ঠীর শৃঙ্খল ভেঙে মুক্তির সীমানা।’

‘১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নির্মম গণহত্যা চালায়। সেদিন রাতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা করেন-বাংলাদেশ স্বাধীন! এরপর শুরু হয় আমাদের মুক্তিযুদ্ধ। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর ১৬ই ডিসেম্বর বিজয় অর্জিত হয়, কিন্তু এর ভিত্তি স্থাপিত হয়েছিল ২৬শে মার্চেই। তাই এই দিনটি আমাদের স্বাধীনতার প্রতীক, সংগ্রামের চেতনা এবং আত্মত্যাগের মহিমায় উজ্জ্বল।’

‘আমাদের স্বপ্ন-একটি দুর্নীতিমুক্ত, প্রযুক্তিনির্ভর, উন্নত বাংলাদেশ। যেখানে সব নাগরিকের সমান অধিকার থাকবে, শিক্ষার মান আরও উন্নত হবে, অর্থনীতি হবে স্বনির্ভর এবং সর্বোপরি-গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়বিচার থাকবে সুসংহত।’

‘অর্জিত স্বাধীনতা কেবল একটি ঘটনা নয়, জীবনধারার প্রাত্যহিকতায় মুক্তির আবেশ দায়িত্ব এ দেশের প্রতিটি সন্তানের কাঁধে, আগামী দিনে গড়তে হবে সোনার বাংলাদেশ। মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা…।’

পোস্টটি মুহূর্তে ছড়িয়ে পড়ে। এর পর পরই সরাইল উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা প্রতিবাদ জানান এবং এসিল্যান্ডের অপসারণ দাবি করেন। পরে পোস্টটি মুছে ফেলা হয়।

সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্কর তপু বলেন, ‘সরাইলের এসিল্যান্ড ফ্যাসিবাদের দোসর। তাঁর এই নাটকে কাজ হবে না। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’

এ বিষয়ে জানতে যোগাযোগের চেষ্টা করা হলে সরাইল কমিশনার (ভূমি) সিরাজুম মুনিরা কায়ছান ফোনকল রিসিভ করেননি।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম বলেন, ‘ইতিমধ্যে বিষয়টি জেনেছি। এসিল্যান্ডকে এ বিষয়ে জিজ্ঞেস করা হয়েছে। তিনি জানিয়েছেন, তাঁর ফেসবুক হ্যাকড হয়েছিল। তবে ঘটনাটি তদন্ত করছি। তদন্ত রিপোর্ট পাওয়ার পর পদক্ষেপ নেওয়া হবে।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments