পবিত্র রমজান মাসের আগমন উপলক্ষে একতার বন্ধন একটি স্বেচ্ছাসেবী সংগঠন এর উদ্যোগে একতা বাজারে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে। আজ বাদ আছর এ র্যালি অনুষ্ঠিত হবে।
রমজানের পবিত্রতা রক্ষা, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা, ধর্মীয় স্থিতিশীলতা বজায় রাখা ও আত্মশুদ্ধির প্রচেষ্টার অংশ হিসেবে এ র্যালির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠিতব্য এই র্যালিতে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, ‘আহলান সাহলান মাহে রমজান’ প্রতিপাদ্যকে সামনে রেখে একতার বন্ধন একটি স্বেচ্ছাসেবী সংগঠন প্রতি বছরই বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কার্যক্রম আয়োজন করে থাকে। এবারের র্যালিও তারই একটি অংশ।
সংগঠনের পক্ষ থেকে সকল ধর্মপ্রাণ মুসলিমকে এতে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হচ্ছে।