ভোলার কালীবাড়ি রোডে মায়ের পরকীয়ার জেরে অযত্নে ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে মাত্র সাত মাস বয়সী শিশু মোঃ তাকরিম। দীর্ঘদিন ধরে মায়ের অবহেলায় কষ্ট পেতে থাকা শিশুটির অবস্থা গুরুতর হলে তার নানি তাকে ভোলা সদর হাসপাতালে নিয়ে যান।
তবে, পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে যখন হাসপাতালের খবর পেয়ে পরকীয়া প্রেমিককে সঙ্গে নিয়ে সেখানে ছুটে আসে শিশুটির মা, মিম আক্তার। ডাক্তার শিশুটির শারীরিক অবস্থা সংকটাপন্ন দেখে দ্রুত অক্সিজেন সাপোর্ট দিয়ে বরিশাল মেডিকেলে রেফার করেন এবং কড়া নির্দেশ দেন যে, অক্সিজেন যেন এক মুহূর্তের জন্যও না খোলা হয়।
কিন্তু হাসপাতালের চেয়ারে বসে নিজের অসুস্থ শিশুকে অবহেলা করতে থাকে মা। এই অস্বাভাবিক আচরণ দেখে আশপাশের রোগীর স্বজনদের সন্দেহ হয় এবং তারা পুলিশে খবর দেন। এরই মধ্যে মিম আক্তার নিজের সন্তানকে অক্সিজেন মাস্ক খুলে ফেলে রেখে দেয়। শ্বাস নিতে না পেরে ধীরে ধীরে নিথর হয়ে যায় সাত মাসের অবুঝ শিশুটি।
শিশুর বাবা এক বছর ধরে প্রবাসে, সৌদি আরবে কর্মরত। মায়ের নির্মমতার শিকার হয়ে অকালে প্রাণ হারানো শিশুটির বাড়ি ভোলার কালীবাড়ি রোড, পোল গোড়া এলাকায়।
এই হৃদয়বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, এবং মায়ের এমন নিষ্ঠুরতার বিরুদ্ধে ন্যায়বিচারের দাবি উঠেছে।