Sunday, May 25, 2025
Google search engine
Homeবিনোদনমহাপরিচালক পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সৈয়দ জামিল আহমেদ।   

মহাপরিচালক পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সৈয়দ জামিল আহমেদ।   

 

সৈয়দ জামিল আহমেদ বলেন, ‘এখানে কাজ করা সম্ভব হবে না। আমার এখন নিজের কাজে ফিরে যাওয়া দরকার। শিল্পকলা একাডেমির কাজটা যদি করতে না দেয়া হয়, পদে পদে বাধা দেয়া হয়, তাহলে আমার এখানে থেকে লাভ নেই।’

 

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় হঠাৎ করেই তিনি এ সিদ্ধান্ত প্রকাশ করেন।

 

সৈয়দ জামিল আহমেদ বলেন, ‘এখানে কাজ করা সম্ভব হবে না। আমার এখন নিজের কাজে ফিরে যাওয়া দরকার। শিল্পকলা একাডেমির কাজটা যদি করতে না দেয়া হয়, পদে পদে বাধা দেয়া হয়, তাহলে আমার এখানে থেকে লাভ নেই।’

 

তিনি বলেন, ‘আমাকে বাধা দেয়া হয়েছিল যে আমরা আদিবাসী শব্দটা বলতে পারব না। আমি বলছি আদিবাসী জনগণের দাবি পূরণ হোক। তাদের বিরুদ্ধে নির্যাতন বন্ধ হোক। তাদের অধিকার অর্জিত হোক।’

 

এদিকে, পদত্যাগপত্র গ্রহণের বিষয়ে শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন মঞ্চে এসে বলেন, শিল্পকলার সচিব হিসেবে আমি শুধু এটি হাতে নিয়েছি, তবে শিল্পকলা একাডেমির কোনো কর্মকর্তা-কর্মচারী এটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments