Sunday, May 25, 2025
Google search engine
Homeজাতীয়রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করলেন পল্লবী থানা যুবদল

রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করলেন পল্লবী থানা যুবদল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের পক্ষ থেকে পল্লবী থানা যুবদলের সার্বিক তত্ত্বাবধানে অসহায় ও পথচারী মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে ২নং ওয়ার্ড যুবদল।

বুধবার (১৯ মার্চ) রাজধানীর মিরপুর ১২ পল্লবী সিরামিক্স গেটের সামনে এই ইফতার বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়। এতে অসহায়, দুস্থ ও পথচারী মানুষদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন পল্লবী থানা  ২নং ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসতিয়াক আহমেদ সুজন, পল্লবী থানা যুবদল নেতা মো: সোলায়মান চৌধুরী, মো:  জিয়ারুল ইসলাম জিহাদ, ৯১নং ওয়ার্ড যুবদল নেতা মোঃ খায়ের, মোঃ ওমর ফারুক,
মোঃ মিলন,২নং ওয়ার্ড যুবদল নেতা মোঃ রাসেল প্রমুখ।

ইফতার বিতরণ কর্মসূচিতে স্থানীয় যুবদলের নেতাকর্মীরা অংশ নেন এবং সাধারণ মানুষের সাথে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বন্ধন দৃঢ় করেন। ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশ্বাস দেন।

পবিত্র রমজান মাস উপলক্ষে এতিম, অসহায়, ভাসমান ও সুবিধাবঞ্চিতদের জন্য ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে পল্লবী থানা ২নং ওয়ার্ড যুবদলের মাসব্যাপী ইফতারের এই বিশেষ আয়োজন করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments