Sunday, May 25, 2025
Google search engine
Homeবিনোদনসবাই এখন আমাকে ‘হেনা আপা’ বলে ডাকে: শাবনাজ

সবাই এখন আমাকে ‘হেনা আপা’ বলে ডাকে: শাবনাজ

ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী শাবনাজ প্রায় দুই যুগ হলো অভিনয় ছেড়েছেন। বর্তমান প্রজন্ম তার অভিনয় দেখার তেমন সুযোগ হয়নি। কিন্তু সম্প্রতি এই প্রজন্মের কাছে তিনি প্রাসঙ্গিক হয়ে উঠেছেন ভাইরাল হওয়া ‘প্রেমের সমাধি’ সিনেমার একটি দৃশ্য থেকে।

১৯৯৬ সালের ২৬ জুলাই মুক্তি পাওয়া ছবিটিতে হেনা চরিত্রে অভিনয় করেছেন শাবনাজ। তার প্রেমিক হিসেবে অভিনয় করেন বাপ্পারাজ। বেশ লম্বা বিরতির পর হঠাৎ হেনাদের বাড়িতে গিয়ে দেখেন তার বিয়ে হয়ে গেছে। সেখানে হেনার বাবা চরিত্রের আনোয়ার হোসেনের সঙ্গে বাপ্পার কথোপকথনের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ঈদের পোশাক থেকে ‘গান’ কিংবা ‘নাটক’–সর্বত্র চলছে ‘হেনা’ ট্রেন্ড। একটি সিনেমার জন্য ২৯ বছর পর এভাবে আলোচনায় আসাটা কীভাবে দেখছেন শাবনাজ? এ নিয়ে প্রথমবার কোনো টেলিভিশন চ্যানেলে কথা বলেছেন গুণী এই অভিনেত্রী। মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘রাঙা সকাল’–এর ঈদ আয়োজনে বিশেষ অতিথি হয়ে আসছেন শাবনাজ।

এই অনুষ্ঠানেই তিনি বলেছেন, ‘অনেকে তো এখন আমাকে ‘হেনা আপা’ নামেই সম্বোধন করছেন। বিষয়টি মজার, একই সাথে বিস্ময়কর। কারণ আজকাল তো বেশিরভাগ সময় নেতিবাচক বিষয়গুলোই ভাইরাল হয়। সে ক্ষেত্রে ২৯ বছর আগে মুক্তি পাওয়া একটি সিনেমা নতুন করে পরিচিতি পাচ্ছে, এ প্রজন্মের দর্শকরা আমাদের সিনেমা বা অভিনয় নিয়ে ইতিবাচকভাবে চর্চা করছেন, বিষয়টি অনেক বেশি ভালো লাগার। ভালো সিনেমার শক্তি এখানেই।’

অনুষ্ঠানে তিনি জানিয়েছেন গোপন তথ্য। ৩২ বছর আগে সেই ১৯৯৩ সালে মুক্তি পাওয়া ‘লাভ’ সিনেমায় অভিনয় করতে গিয়ে গ্লাস ভেঙে হাত কেটে গিয়েছিল শাবনাজের। সেই দাগ এখনো বয়ে বেড়াচ্ছেন তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments