Sunday, May 25, 2025
Google search engine
Homeজাতীয়বাটা থেকে লুট হওয়া জুতা ফেসবুকে বিক্রির বিজ্ঞাপন, সিলেটে আটক ১৪

বাটা থেকে লুট হওয়া জুতা ফেসবুকে বিক্রির বিজ্ঞাপন, সিলেটে আটক ১৪

গতকাল সিলেটে বাটার একটি শোরুমে হামলা ও লুটপাট চালানো হয়
গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদের নামে ডাকা মিছিল থেকে গতকাল সোমবার সিলেটে বাটা’র শোরুমে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ১৪ জনকে আটক করেছে জেলা পুলিশ।

লুটপাটকারীরা ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজে জুতা বিক্রির বিজ্ঞাপন দিয়েছিলো। তারপর প্রযুক্তির সহায়তায় পুলিশ তাদের শনাক্ত করে আটক করেছে।

আজ মঙ্গলবার দুপুরে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করে জানান, রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

শুধু আটক নয়, লুটপাট করা জুতাও পুলিশ উদ্ধার করেছে বলে তিনি জানান।

সিলেটসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরে জড়িতদের গ্রেফতারের জন্য গতকাল নির্দেশ দিয়েছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজি) বাহারুল আলম।

তিনি বলেন, “আমাদের কাছে হামলাকারীদের ভিডিও ফুটেজ আছে। তাদের (হামলাকারীদের) চিহ্নিত করা হচ্ছে এবং তাৎক্ষণিকভাবে গ্রেফতার করা হবে। সে ব্যাপারে পুলিশের টিম কাজ করছে।”

আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়, সিলেট, চট্টগ্রাম, কক্সবাজারসহ বিভিন্ন স্থানে আন্তর্জাতিক জুতার ব্র্যান্ড বাটা’র শোরুমে ও মার্কিন ফাস্ট ফুড চেইন কেএফসি’র ব্রাঞ্চে হামলা ও লুটপাটের ঘটনায় অন্তত ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments