সুনামগঞ্জের দিরাইয়ে বিএনপির কর্মিসভায় ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়া নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন ও সদস্য (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) আব্দুল হকের যৌথ স্বাক্ষরিত এক আদেশে গত সোমবার রাতে ওই নেতাকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃত হাসমত আলী দিরাই পৌর যুবদলের সাবেক সহসভাপতি ও সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে কলিম উদ্দিন বলেন, ‘আপত্তিকর স্লোগান দেওয়ায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। সে জন্য তাঁকে (হাসমত) প্রাথমিকভাবে বহিষ্কার এবং স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশ পাঠানো হয়েছে।’
উল্লেখ্য, ২৫ ফেব্রুয়ারি দিরাই উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে মতবিনিময় সভা হয়। এতে হাসমত বক্তব্যের শেষে ‘জয় বাংলা’, ‘জয়-বঙ্গবন্ধু’ স্লোগান দেন। এ সময় উপস্থিত নেতা-কর্মীরা বাধা দেন। পরে তিনি ‘বাংলাদেশ জিন্দাবাদ’ বলে তাঁর বক্তব্য শেষ করেন। এ-সংক্রান্ত একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।