শক্তিশালী দল নিয়ে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট আগামী ২০ এপ্রিল অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। আর চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু ২৮ এপ্রিল। দলে আছেন ক্রেইগ আরভিন, শন উইলিয়ামসের মতো অভিজ্ঞরা। আর ২০২৩ সালের পর প্রথমবার টেস্ট খেলার দ্বারপ্রান্তে ওয়েলিংটন মাসাকাদজা।
চলতি মাসে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে আসছে জিম্বাবুয়ে। ২ ম্যাচের সেই সিরিজের জন্য সোমবার মধ্যরাতে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে তারা।
সর্বশেষ আয়ারল্যান্ড সিরিজের দল থেকে এই সিরিজের দলে আনা হয়েছে তিনটি পরিবর্তন। দুই বছর আগে টেস্টে অভিষিক্ত তাফাদজোয়া টিসিগা দলে ফিরেছেন। চোট কাটিয়ে ফিরেছেন নিয়মিত অধিনায়ক আরভিন।
উল্লেখ্য, দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট আগামী ২০ এপ্রিল অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। আর চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু ২৮ এপ্রিল।
বাংলাদেশ সফরের জন্য জিম্বাবুয়ের স্কোয়াড : ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, জনাথন ক্যাম্পবেল, বেন কারান, ট্রেভর গোয়ান্দু, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, ভিনসেন্ট মাসেকেসা, নিয়াশা মায়াভো, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, তাদাফজোয়া টিসিগা, নিকোলাস ওয়েলচ ও শন উইলিয়ামস।