Sunday, May 25, 2025
Google search engine
Homeসারাদেশপহেলা বৈশাখ ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

পহেলা বৈশাখ ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

পহেলা বৈশাখ ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক,
পহেলা বৈশাখ উৎযাপনকে ঘিরে কোন নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেছেন, নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাসহ আনুষঙ্গিক বিষয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা এসময় বলেন, এবার ঢাকা বিশ্ববিদ্যালয়, সাংস্কৃতিকবিষয়ক মন্ত্রণালয়সহ দেশে ব্যাপকভাবে বা পরিসরে বাংলা নববর্ষ ও চৈত্র সংক্রান্তির অনুষ্ঠান হচ্ছে। এজন্য আইনশৃঙ্খলা নিয়ে আজকে আলোচনা হয়েছে। এ বিষয়ে আমি আপনাদের নিশ্চয়তা দিতে পারি রোজার সময় যেভাবে চলেছে এ সময়ও সেভাবে চলবে। যাতে কোনো ধরনের অঘটন যেন না ঘটে সে ধরনের ব্যবস্থা আমরা নেব।

এবার অন্য বছরের তুলনায় অনুষ্ঠানের ব্যাপকতা বেশি হবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা রক্ষার্থে কি কি করণীয় আছে, বৈঠকে সে ব্যাপারে আলোচনা হয়েছে।

শনিবার পর্যন্ত যেমন থাকবে আবহাওয়াশনিবার পর্যন্ত যেমন থাকবে আবহাওয়া
গাজার ঘটনার প্রতিবাদে কিছু জায়গায় লুটপাট ও ভাঙচুরের ঘটনা নিয়ে উপদেষ্টা বলেন, এ ধরনের কর্মকাণ্ড উচিত হয়নি। এখন পর্যন্ত ৪৯ জনকে আটক করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন না ঘটে সরকার সতর্ক থাকবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments