Sunday, May 25, 2025
Google search engine
Homeজাতীয়নতুন দলের নিবন্ধন দিতে গণবিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন

নতুন দলের নিবন্ধন দিতে গণবিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন

আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক নতুন দলগুলোকে নিবন্ধন নেওয়ার জন্য আবেদন চেয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার ইসি সচিব স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২০শে এপ্রিল পর্যন্ত নতুন দলের নিবন্ধন পেতে আবেদন করা যাবে।

এই বিজ্ঞপ্তিতে তিনটি শর্তে নিবন্ধনের আবেদন করার কথা বলা হয়েছে। নিবন্ধন পেতে হলে এর মধ্যে কমপক্ষে একটি শর্ত পূরণ করতে হবে দলগুলোকে।

প্রথমত বাংলাদেশ স্বাধীন হবার পর থেকে দরখাস্ত দাখিল করার তারিখ পর্যন্ত সময়ের মধ্যে অনুষ্ঠিত সংসদ নির্বাচনের যে কোন একটিতে দলীয় নির্বাচনি প্রতীক নিয়ে কমপক্ষে একটি আসন লাভের সমর্থনে প্রামাণিক দলিল;

অথবা, বাংলাদেশ স্বাধীন হবার পর থেকে দরখাস্ত দাখিল করার তারিখ পর্যন্ত সময়ের মধ্যে অনুষ্ঠিত সংসদ নির্বাচনের যে কোন একটিতে নির্বাচনি এলাকায় প্রদত্ত মোট ভোট সংখ্যার শতকরা পাঁচ ভাগ ভোট লাভের সমর্থনে কমিশন বা ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক ইস্যুকৃত প্রত্যয়নপত্র;

ওই দুটি যোগ্যতা যে সব দলের থাকবে না, তারা দলের কেন্দ্রীয় কমিটিসহ, একটি সক্রিয় কেন্দ্রীয় দপ্তর, অন্যূন এক তৃতীয়াংশ প্রশাসনিক জেলায় কার্যকর জেলা দপ্তর এবং অন্যূন একশতটি উপজেলা বা,ক্ষেত্রমতে মেট্রোপলিটন থানায় কার্যকর দপ্তর এবং উক্তরূপ প্রতি উপজেলায় বা, ক্ষেত্রমত, থানায় অন্যূন দুইশত ভোটার সদস্য হিসেবে দলের তালিকাভুক্ত থাকার সমর্থনে প্রামাণিক দলিল থাকতে হবে।

শর্ত পূরণের বিষয়গুলো যাচাই বাছাই শেষে নিবন্ধন দিবে নির্বাচন কমিশন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments